শোবিজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশের অভিনেত্রী হলেও বর্তমানে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন জয়া আহসান। সেখানকার সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকটা সফলও হয়েছেন।
‘আবর্ত’ ‘ঈগলের চোখ’ ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ‘রাজকাহিনী’ ছবিগুলোতে অভিনয় করে ভারতের দর্শকদের কাছে রীতিমতো জনপ্রিয় মুখ এখন তিনি। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই ভারতীয় বাংলা ছবির অন্যতম শীর্ষ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া। ছবিটির নাম ‘বিসর্জন’।
জানা গেছে, ছবিটির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমানে বাংলাদেশ নিয়েই। সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দিয়ে নির্মাণ করা হবে ছবিটি। এতে জয়ার বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। পরিচালক কৌশিককেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে জয়া বলেন, ‘কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। এর আগে ‘আবর্ত’তে তার সঙ্গে অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয়ের সুযোগ পাচ্ছি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি।’ শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন জয়া।