নোয়াখালী,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে মো. সুজন (২৮) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত সুজন চৌমুহনী পৌরসভা ৯নং ওয়ার্ড হাজীপুর গ্রামের খালাশী বাড়ীর লুৎফুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর গ্রামের মির্জা বাড়ী এলাকায় অভিযান চালিয়ে এলজি ও গুলি’সহ সন্ত্রাসী সুজনকে আটক করা হয়েছে। ঘটনায় সন্ত্রাসী সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের কারো সাথে পূর্ব বিরোধের জের ধরে তাদের ওপর হামলার উদ্দেশ্যে ওই স্থানে অপেক্ষা করছিল সুজন।