নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ অন্য চারজন নির্বাচন কমিশনারের হাতে অনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড তুলে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
সোমবার দুপুরের পর এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন এই কার্ড তুলে দেন। সিইসিসহ পাঁচজন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের হাতেও এই কার্ড তুলে দেয়া হয়। এদিকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক স্মার্টকার্ড কার্যক্রমের ভূয়সী প্রশাংসা করেছেন। এক অভিনন্দনপত্রে পিএসসির চেয়ারম্যান বর্তমান কমিশন, ইসি সচিবালয় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এই স্মার্টকার্ড কার্যক্রমের শুরুতে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন ওই চিঠিতে। স্মার্টকার্ড কার্যক্রম মূলত ইসি সচিবালয়ের তত্কালীন সচিব ছিলেন ড. মোহাম্মদ সাদিকের হাত ধরেই শুরু হয়।
উল্লেখ্য, গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ডের উদ্বোধন করেন। গত ৩রা অক্টোবর থেকে ঢাকার রমনা, উত্তরা এবং কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা দাসিয়ারছড়ায় কার্ড বিতরণ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অন্যান্য সব এলাকায় ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সব ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেবে নির্বাচন কমিশন। তবে কার্ড বিতরণ নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।