সাভার,বর্তমানকণ্ঠ ডটকম: সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ‘মা দুর্গা’র কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া কৃষ্ণনগর দুর্গা মন্দির পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যুদ্ধ করেছে। তাই জঙ্গি নির্মূলে হিন্দু ধর্মাবলম্বীদের মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানাচ্ছি।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।