সাভার, বর্তমানকণ্ঠ ডটকম: সাভারে রাজফুলবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদুজ্জামান রুবেল নামের (২৭) এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা। তবে এঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়ার ভরারীর আসলাম মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। নিহত ওই যুবক কেরানীগঞ্জ থানার লংকারচড় গ্রামের সাদেক মিয়ার ছেলে।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামন জানান, নিহত এরশাদুজ্জামান মাদক আসক্ত ছিল। সে প্রায় বাড়ির মালিক ও আশেপাশের ভাড়াটিয়াদের টাকার জন্য চাপ দিত।
গত রাতেও একই পরিস্থিতি হলে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা কথা কাটাকাটির এক পযায়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ বাড়ির মালিক আসলাম মিয়া আটক করে থানায় নিয়ে আসে।
নিহত ওই যুবক ভরারী এলাকায় আসলাম মিয়ার পাশ্ববর্তী আছিমুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতো।