অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৫২তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার দিনব্যাপী বনপাড়া মিশন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রেডিট ইউনিয়নের পরিচালকমন্ডলীর চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বনপাড়া খ্রিষ্টান ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভা. ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, ভবানীপুর খ্রিষ্টান ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভা. ফাদার যোসেফ মিস্ত্রি, গোপালপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভা. ফাদার লিটন কস্তা উপস্থিত ছিলেন। সভায় বিগত অর্থ বছরের হিসাব বিবরনী, চলমান কার্যক্রম, পরিকল্পনা ও প্রস্তাবনা বিষয়ে আলোচনায় অংশ নেন সমবায় নেতা ও উন্নয়ন কামী জেমস ডি কস্তা, দিপক পীরিচ, শৈলান গমেজ, অনল পীরিচ, সন্ধ্যা পিরীচ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি অমর ডি কস্তা, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, শিশির, দিপু প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন বনপাড়া ক্রেডিট ইউনিয়নের পরিচালক মন্ডলীর জেনারেল সেক্রেটারী সমীর পালমা ও যুগ্ম সেক্রেটারী পদ্মীনী কস্তা। পরে উপজেলার বিভিন্ন ধর্মপল্লীর জিপিএ-৫ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।