নাটোর প্রতিনিধি,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরে ট্রাক চাপায় সিংড়া থানার উপ-পরিদর্শক সোহেল রানার ছেলে পলক(৪) নিহত হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাসির উদ্দিন মন্ডল জানান,রাতে তারা স্বপরিবারে মোটরসাইকেল যোগে নাটোর শহর থেকে সিংড়ায় ফিরছিলেন।এসময় শেরকোল এলাকায় পৌছালে ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাগে।এতে সোহেল ও তার স্ত্রী ছিটকে রাস্তার পাশে ও ছেলে রাস্তার ওপর গিয়ে পড়ে।এসময় বিপরীতগামী একটি ট্রাক ছেলেকে চাপা দিয়ে চলে যায়।স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষনা করে।