শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের নয়া রাংটিয়া গ্রামে ইভটিজিং এর অভিযোগে শ্যামল মিয়া (৩৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ওই যুবক শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের মোঃ হামিদুর রহমানের ছেলে।
জানা যায়, নয়া রাংটিয়া গ্রামের শ্রী মাজেন্দ্র কোচের মেয়ে ৪র্থ শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে কৌশলে ডেকে পাশের জঙ্গলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালাতে গেলে মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ওই যুবককে পাকড়াও করে নলকুড়া ইউপি ভবনে নিয়ে আসলে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বিষয়টি ইউএনওকে জানান। পরে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা তার অফিস কার্যালয়ে ৫০৯ ধারা মোতাবেক উক্ত দন্ড প্রদান করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।