বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বর্তমান মিডিয়ার আলোচিত খবর শ্রোতাপ্রিয় আরজে-টিভি উপস্থাপক নীরব বিয়ে করতে যাচ্ছেন। একবারে আয়জন করে মিডিয়ায় এই সংবাদ এখন প্রচার হচ্ছে। জানা যায় সম্ভাবনাময়ী অভিনেত্রী লাবণ্য লিজার সাথে দেড় বছরের প্রণয়ের পর এবার তারা সংসারের পরিকল্পনা করছেন।
আগামী ২৮ অক্টোবর সন্ধ্যায় শহরের এক অভিজাত রেস্তোরাঁয় পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে বলে জানান তারা।
নীরব জানালেন, মিডিয়ায় কাজ করার সুবাদে প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় এবং ভালোলাগার জন্ম। অতঃপর নিজেদের বোঝাপড়া শেষে পারিবারিক সম্মতি নিয়েই এবার তারা সংসার জীবনে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, নীরব খান বর্তমানে ‘সিটি এফএম ৯৬’-এর অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এছাড়া তারেক মাহমুদের নির্দেশনায় তিনি ‘চটপটি’ নামের একটি সিনেমায়ও অভিনয় করছেন।
এদিকে লাবণ্য লিজা রয়েল খানের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন নিরব হোসেনের বিপরীতে ‘গেইম রিটার্নস’-এ।