ধামরাই (ঢাকা) ,বর্তমানকণ্ঠ ডটকম: ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান গ্রামে গত বুধবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি বাল্যবিবাহ বন্ধ করেছে। এসময় বাল্যবিবাহ অপরাধে ও জনগণকে সচেতন করতে শাস্তি হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারা মোতাবেক ৩টি পরিবারকে যথাক্রমে ১ হাজার ও ৫শ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম।
তিনজনই শরিফবাগ আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থী। এরা হলেন- ডেমরান গ্রামের জালাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার (১৩), একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে হালিমা আক্তার (১৪) ও আব্দুল কালামের মেয়ে সোনিয়া আক্তার (১৫)।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম বলেন, বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। কন্যাদের অভিভাবকদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ বন্ধে সবাইকে সচেষ্ট হতে হবে।