নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: কামাল চৌধুরীর লেখা ও বাপ্পা মজুমদারের সুরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের থিম সং গাওয়া হবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মেলনের থিম সং এর কোরাস লাইন হচ্ছে ‘এখন সময় বাংলাদেশের, এখন সময় আমাদের’।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ব্রেকিংনিউজ.কম.বিডিকে বলেন, ‘সম্মেলন প্রস্তুতি সাংস্কৃতি উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব চয়ন ইসলাম, লিয়াকত আলী লাকীসহ একটি প্রতিনিধি দল ‘থিম সং’টি প্রধানমন্ত্রী ও শেখ হাসিনাকে শুনিয়েছেন। এই থিম সং উনার (প্রধানমন্ত্রী) খুব পছন্দ হয়েছে এবং এটাই চূড়ান্ত।’
থিম সং এ বাঙ্গলি জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে বলে জানান হানিফ।
সম্মেলন প্রস্তুতি সাংস্কৃতি উপ-কমিটির সদস্য লিয়াকত আলী লাকী ব্রেকিংনিউজ.কম.বিডিকে জানান, ‘এখন সময় বাংলাদেশের, এখন সময় আমাদের’ এটা সম্মেলনের মূল থিম। এই থিম সংটির গীতিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও সুরকার বাপ্পা মজুমদার।
জাতীয় সঙ্গীতসহ থিম সং গাওয়ার জন্য ৪০ জন শিল্পী থাকবেন। এর পাশাপাশি ৫০ জন শিশু শিল্পীর সাথে ৪০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করবেন বলে জানান লাকী।
উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।