অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের নলডাঙ্গায় সন্ত্রাস ও চাঁদাবাজী সহ একাধিক মামলার পলাতক আসামী তৌহিদুর রহমান লিটন (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে শহরের হাফরাস্তা এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের তোতা মিস্ত্রির ছেলে ও নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক।
নাটোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে নাটোর সদর থানা ও নলডাঙ্গা থানায় সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজি, ছিনতাই সহ ১৫ টি মামলা রয়েছে। সে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে পলাতক ছিলো। পলাতক থাকা অবস্থায়ও সে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবী ও আদায় করে আসছিলো বলেও একাধিক অভিযোগ রয়েছে।