নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর হাতিরপুলের পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালটিতে অভিযান চালিয়ে তাদের নানা অনিয়মের কারণে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় র্যাব-২ এর উপ-অধিনায়ক মাহবুবুল আলমও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।