শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের শ্রীবরদীতে নির্বেশ সাংমা (৩০) নামে এক উপজাতি যুবককে দুই কার্টন ভর্তি ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্লু ব্র্যান্ডের মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের বজেন্দ্র ¤্রং এর ছেলে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) লাবনী খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের নিজস্ব সোর্স দিয়ে ক্রেতা সেজে নির্বেশের কাছ থেকে ভারতীয় মদ ক্রয় করা হয়। চুক্তি অনুযায়ী শুক্রবার বিকেলে নির্বেশ মদ হস্তান্তরকালে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরেও অভিযান চালিয়ে বেশকিছু মদের বোতল উদ্ধার করা হয়। সবমিলে উদ্ধারকৃত মদের বোতলের সংখ্যা ৪৫টি। সে বেশ কিছুদিন যাবত ওই এলাকা দিয়ে ভারতীয় মদ আমদানী ও বিক্রি করে আসছিল। তার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।