নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর পলাশে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খাগৈর গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনাটি ঘটে।
আজ শনিবার থেকে লক্ষ্মী পূজা শুরু হবে। পলাশ উপজেলায় জাকজমক ভাবে ৩ দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়।
মন্দিরের সভাপতি অবিরাম দত্ত জানায়, লক্ষ্মী পূজার প্রতিমা কারিগররা রাত ৪টা পর্যন্ত প্রতিমার সাজসজ্জার কাজ সম্পূর্ণ করে ঘুমাতে যায়। পরে রাত ৪ থেকে ৫ টার মধ্যে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করে। এসময় তারা লক্ষ্মী ও যশদা প্রতিমার মাথা কেটে পার্শ্ববর্তী বিলে ফেলে দেয় এবং কৃষ্ণ, গৌর-নিতাই প্রতিমার হাত ভেঙ্গে ফেলে। ভোর ৫টায় মন্দিরের লোকজন এসে এ তান্ডব দেখে হতবাক হয়ে সবাইকে খবর দেয়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভা মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
পলাশ থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কার্তিক গুহ জানান, পলাশে ৪২টি পূজা মন্ডপে আমরা শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদ্যাপন করেছি। ঠিক একই ভাবে আমরা ৬০টি মন্ডপে লক্ষ্মী পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করেছি। কতিপয় দুর্বৃত্তরা পলাশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যারা এ কর্মকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত সনাক্তের চেষ্টা চলছে।