খাগড়াছড়ি,বর্তমানকণ্ঠ ডটকম: জেলা সদরের কুতুকছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি
এ ব্যাপারে খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা কুতুকছড়ি এলাকার সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এসময় আস্তানা থেকে একটি জিথ্রি রাইফেল, একটি এসএমজি ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন।