নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের সামনে অ্যাম্বুলেন্স চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরো ৫ জন আহত হন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত-আহত কারও পরিচয় জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, অ্যাম্বুলেন্সটির মালিক ঢামেক হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী মাহফুজুর রহমান। অনভিজ্ঞ চালক দিয়ে অ্যাম্বুলেন্স চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের লাশ মর্গে রাখা রয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।