ইমদাদুল হক, বর্তমানকণ্ঠ ডটকম: পাইকগাছায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জে,এস,ডি (জাসদ) খুলনা জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর সদরের পোষ্ট অফিসের সামনে সংগঠনের জেলা সহ-সভাপতি মোঃ আজিজুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডঃ আ ফ ম মহসিন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কওছার আলী সানা, শেখ আব্দুল হালিম, নূরুল ইসলাম খাঁ সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সদস্য মাষ্টার আয়ুব আলী। মানববন্ধনে বক্তারা নির্বাচনের আগে জেলা পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ, কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিকল্প স্থানে স্থান্তর ও সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ফেডারেল সরকার গঠন করার মাধ্যমে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার দাবী জানান।