মুহাম্মদ আতিকুর রহমান আতিক, বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরে ১০ কেজি গাঁজাসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
২৫ সেপ্টেম্বর রািববার সকাল ৭টার দিকে টঙ্গী রেল স্টেশনের কেরানীর টেক বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ডা. কানিজ হোসাইন জাহান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে গাজীপুর মহানগরীর টঙ্গী রেল স্টেশন সংলগ্ন আমতলী কেরাণীরটেক বস্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই বস্তির একটি কক্ষ থেকে ১০ কেজি গাঁজাসহ জরিনা (৪৫) ও তার ভাই নাসিমকে (২৬) গ্রেফতার করা হয়। তারা ভোলার চরফ্যাশনের মৃত আলী হোসেনের ছেলে-মেয়ে। তারা টঙ্গীর ওই বস্তিতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো।