নড়াইল,বর্তমানকণ্ঠ ডটকম: নড়াইলের পাকুরিয়া গ্রামে নিখোঁজের ২ দিন পর পাশের বাড়ির পুকুর থেকে রিমা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা বেগম পাকুরিয়া গ্রামের মো. চয়নের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে রিমা বেগম নিখোঁজ হন। পরে শনিবার বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।