সরিষাবাড়ী ( জামালপুর),বর্তমানকণ্ঠ ডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে মমতাজ আলী (৬৫) ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে নেশাগ্রস্ত ছেলে ওমর আলী (১৯) তার বাবার কাছে সিগারেট চাইতে যায়। তার বাবা সিগারেট দিতে অপরগতা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ওমর আলী হাতের কাছে পাওয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মাথায় আঘাত পেয়ে তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে।
প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় মমতাজ আলীর মৃত্যু হয়। এ ফাঁকে ঘাতক ছেলে ওমর আলী পালিয়ে যায়। রোববার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশটি জেলা মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।