বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: প্রিয়াঙ্কা চোপড়া এখন গভীর জলের মাছ। সাফল্যের সাথে বলিউড জয়ের পর এবার হলিউড নিয়ে ব্যাস্ত এই তারকা। সম্প্রতি তার ‘কোয়ান্টিকো সিজন ২’ এর ট্রেলারে কিছু দৃশ্যে তার উষ্ণতার পারদ অতিরিক্ত ছাড়িয়ে গেলে সংবাদ মাধ্যম তা ছাপিয়ে বেড়ায়।
এদিকে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ‘কোয়ান্টিকা ২’- পোস্টার শেয়ারের পর, পোস্ট করেছেন টিজার। তবে টিজারে রয়েছে শুধুই প্রিয়াঙ্কার উত্তেজক দৃশ্য। নিন্দুকদের কথায়, শুধুমাত্র উত্তেজক দৃশ্য দেখিয়েই দর্শক টানার চেষ্টা করে চলেছেন প্রিয়াঙ্কা।
এবার আর চুপ থাকলেন এই তারকা। নিন্দুকদের মুখের উপর জবাব দিলেন নায়িকা। সম্প্রতি প্রিয়াঙ্কা সোজাসাপটা বললেন, ‘আমি জানি কোনটা নগ্নতা, আর কোনটা যৌনতা। আমি জানি বিকিনি ও ব্রা-য়ের তফাৎটাও।’
বিতর্কে আসা ‘কোয়ান্টিকা’র দৃশ্য নিয়ে নায়িকা জানান, ‘কোয়ান্টিকাতে কিছু উষ্ণ দৃশ্য রয়েছে। যেখানে আমি অভিনয়ও করেছি। তবে তার মানে এই নয় যে আমি নগ্নতাকে প্রশয় দিই বা জনপ্রিয় হওয়ার জন্য নগ্নতাকে ব্যবহার করি। আমি কনট্র্যাক্টে সই করার সময় কখনই নগ্নতা ব্যাপারকে এরিয়ে যাই না। এই সব দৃশ্যতে অভিনয় করার সময়, যে ধরণের ফেক জিনিসপত্র ব্যবহার হয়, আমিও তাই করি।’