বিনোদন ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: আইফেল টাওয়ারে সিনেমার ট্রেলার মুক্তি দিয়েই সবার চোখ কপালে তুলে দিয়েছে রণবীর সিং বানী কাপুর অভিনীত ‘বেফিকরে’ ছবিটি। তবে ট্রেলার মুক্তি পাওয়ার আগেই ইউটিউবে প্রকাশ পায় ‘লাবো কা কারোবার’ গানটি। এর পরই সবাই চমকে উঠে ছবিতে চুমুর বৃষ্টি দেখে।
যদিও পরিচালক আদিত্য কাপুর জানিয়েছেন এই দৃশ্য শুধুই প্রেমের বহিঃপ্রকাশ, এর সাথে অশ্লীলতার কোন সম্পর্ক নেই। এই কথায় সেন্সর থেকে রেহাই পেলেও এবার দেখা দিতে পারে নতুন ঝামেলা।
সম্প্রতি ট্রেলার মুক্তির পর রণবীর সিংকে অর্ধনগ্ন অবস্থায় একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপরই গুঞ্জন চলছে বেফিকরে ছবিতে নাকি আরও কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন রণবীর।
এমনকি এই সিনেমায় তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে সিনেমার এই দৃশ্যটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে কিনা, তা নিয়ে চিন্তিত প্রযোজক ও পরিচালকরা।
এই প্রসঙ্গে রণবীরের বক্তব্য, অভিনয়ের জন্য নগ্ন হওয়াতে কোন আপত্তি নেই আমার।
রণবীরের মতে, ‘সবাই বলেন অভিনেতারা নগ্ন হন। কিন্তু আসলে তা সঠিক না। যখন কোনও অভিনেতা অভিনয় করেন মন থেকে তারা এই বিষয়ে কিছুই আলাদা করে অনুভবই করেন না।’