খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: তরুণ নির্মাতা মোঃ রাসেল মিয়ার কাহিনী ও মূল পরিকল্পনায় নির্মিত নাটক ‘সংশোধন-৭’। ধারাবাহিক ভাবে পাঠকদের কাছে এ সমাজে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার, শিশু শ্রম নিরুৎসাহিত করণ, পথশিশুদের জীবন, ব্যাচেলর জীবনের বিড়ম্বনা, পরকীয়া, বাল্যবিবাহ ইত্যাদি বিভিন্ন সামাজিক অপরাধ ও অসঙ্গতির বিষয়ে সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে ‘সংশোধন) তা বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিতও হয়েছে নাটক এ নাটক। এবার‘সংশোধন-৭’নাটকটি সমাজ সচেতনতায় কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশাবাদী নির্মাতা মোঃ রাসেল মিয়া ।