ঝিনাইদহ,বর্তমানকণ্ঠ ডটকম: জেলায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) রাত থেকে সোমবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ।
এ সময় শৈলকুপা থেকে ৩ জন, সদর থেকে ২ জন এবং মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।