ঢাবি করেসপন্ডেন্ট,বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যাসোসিয়েশন ফ্লোরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন ছাত্র-ছাত্রীদের মধ্যে শোনা যায়। জীবনের সেরা মুহূর্তুগুলো এ ক্যাম্পাসে অতিবাহিত করেছেন তারা। যারা এখন এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই।’
তিনি বলেন, ‘বছরের এ দিনটিতে তারা ক্যাম্পাসে আসবেন, আড্ডা দেবেন ও সুন্দর সময় অতিবাহিত করবেন এটাই চাওয়া।’
অধাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে চেনা যায় তার গবেষণা, প্রকাশনা ও অনুবাদের মধ্য দিয়ে। আমাদের এ তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের চারপাশে বইয়ের ভুবন গড়ে তুলতে সহযোগিতা করতে অ্যালমনাইদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. ফরাসউদ্দীন, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে অ্যাসোসিয়েশন ফ্লোরের সামনে ‘১০০ বছরের দ্বারপ্রান্তে সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোকচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়। যা রাত ৮টা পর্যন্ত চলে।