
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের সাহিত্য-ভাবনা লালনের তেমন কোন আয়োজন নেই। মূলতঃ স্কুল বার্ষিকী ছাড়া প্রবাসী প্রজন্মের সাহিত্য চর্চার কোন মাধ্যম গড়ে উঠেনি দীর্ঘদিন। এই অভাব থেকে উত্তরণের লক্ষ্যে শিশুসাহিত্যিক এবং সাহিত্যপ্রেমিদের এক সভা অনুষ্ঠিত হয় জেদ্দায়।
জেদ্দায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন রোদ্দুর- সাহিত্য সাময়িকী সম্পাদক, আবুল বাশার বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিকদার নাজমুল হক।
শিশুসাহিত্যিক ইসমাইল জসীমের প্রাণবন্ত সঞ্চালনায় স্বরচিত ছড়া-কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন অতিথিগণ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত-নাগরিক। ইলেক্ট্রনিক মিডিয়ার আগ্রাসনের যুগে নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত ও বিকশিত করা এবং সত্য-সুন্দর-আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ প্রয়াসের অংশ হিসেবে গঠিত হয়, ‘শিশুসাহিত্য পরিষদ, সৌদি আরব’।
নবগঠিত সাহিত্য সংগঠনের আহ্বায়ক, সিকদার নাজমুল হক এবং সদস্য সচিব মনোনীত হন, ইসমাইল জসীম। কার্যকরী সদস্যগণ হলেন আবুল বাশার বুলবুল, ডা. গোলাম মোর্শেদ, মঈনুদ্দিন শামিম, সৈয়দ রাশেদ রেজা, বাহার উদ্দিন বকুল।