1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



ঝিনাইগাতীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ২২৯ Time View

6524শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বড় গজনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি ৯ এম এম বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও একটি বড় চাকুসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-১৪। রবিবার ভোর থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বড়গজনী গ্রামের মজুনাথ সাংমার ছেলে পিতর মারাক (২৫), একই গ্রামের মতেন্দ্র সাংমার ছেলে বিপ্লব সাংমা (২৫) ও গাব্রিরেল মারাকের ছেলে বিথিশ বেলি সাংমা (২৩)। সন্ধ্যায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের তরফ থেকে আটকের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪’র ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩, স্পেশাল কোম্পানী ও হেডকোয়ার্টার্স কোম্পানীর যৌথ আভিযানিক দল ঝিনাইগাতী সীমান্তের বড়গজনী এলাকার মধু সাংমার বাড়িতে অভিযান চালায়। এসময় নাশকতার উদ্দেশ্যে আনা ২টি ৯ এম এম বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, একটি বড় চাকুসহ পিতর মারাক, বিপ্লব সাংমা ও বিথিশ সাংমাকে আটক করা হয়। র‌্যাব জামালপুর ক্যাম্পের লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র এএসপি শামীম আরা বেগম ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD