বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সালমান খান বলিউডের ভাইজান তকমাটি শুধু শুধুই পাননি। সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল এখন পর্যন্ত চৌদ্দ জন নারীকে নায়িকা হিসেবে বলিউডে ব্রেক দিয়েছেন। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট কত জনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন তার হিসেব নেই।
স্বনামধন্য পরিচালক সঞ্জয়লীলা বনশালি, জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া সহ অনেক প্রতিষ্ঠিত সেলিব এই বলিউডে এসেছে সালমানের হাত ধরে।
এবার স্বয়ং ইচ্ছায় এই তালিকায় নাম লেখালেন বলিউড সেনসেশন সানি লিওন। পর্ন ফিল্ম থেকে অবসর নেওয়ার পরে নিজের নতুন ইনিংস শুরু করেছেন বলিউডে। আজ তিনি বলিউডের মূলধারার ছবিতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত।
কিন্তু এই রূপান্তর রাতারাতি হয়নি। সানি লিওন নিজের টুইটে সালমানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনি বহু মানুষের জীবন বদলে দিয়েছেন, সেইসব মানুষের মধ্যে রয়েছি আমি নিজেও।
আপনার শো-এর জন্য শুভেচ্ছা রইল।’ স্পষ্ট করে না লিখলেও সানির টুইট থেকে বোঝাই যাচ্ছে, বলিউডে প্রাথমিক পরিচিতি পেতে সালমান তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন।