তথ্য-প্রযুক্তি ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম : সরু রাস্তাঘাটে যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা আই-রোড নামের গাড়ি বাজারে আনছেন খুব শিগগিরি। তিন চাকা বিশিষ্ট এই গাড়ি ব্যাটারি চালিত। একবার চার্জ দিলে ৩১ মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে। গাড়ির গতিবেগ ঘণ্টায় ৩৭ কিলোমিটার। খবর কে নিউজের।
গাড়ির স্টিয়ারিং ও ব্রেক করার সব যন্ত্রপাতি আধুনিক মানের। এর সবচেয়ে বড় সুবিধা এটি চওড়ায় মানে প্রস্থে মাত্র ৩ ফুট। যে কারণে সরু রাস্তায় কিংবা যানজটের মধ্যেও এই গাড়ি চলতে পারবে।
২০১৩ সালে মার্চে সুইজারল্যান্ডের এক মোটরশোতে এই গাড়ি দেখানো হয়েছিল। এটি এখন পরীক্ষামূলকভাবে তৈরি আছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই গাড়ি বাজারে কিনতে পাওয়া যাবে। এর দাম হাতের নাগালে থাকবে বলেই কোম্পানির বিশ্বাস।