
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু এই কমিটি অনুমোদন করেছেন।
ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সভাপতি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১ম ব্যাচের ছাত্র নূরুল আলম চৌধুরী নোমান, সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২য় ব্যাচের ছাত্র নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগ ৩য় ব্যাচের ছাত্র মোস্তাফিজুর রহমান শুভকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহ সভাপতি ই,এম সাজিদ আলম, সহ সভাপতি মেহেদি হাসান শিহাব, সহ সভাপতি ওয়াহিদুল্লাহ ওয়াহিদ, সহ সভাপতি মাহফুজ আলম, সহ সভাপতি গোলাম রাব্বানী রাসেল, সহ সভাপতি সাইফুল ইসলাম রাসেল, সহ সভাপতি মির্জা আব্দুল আলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক আশ্রাফুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক খায়রুল আমিন পাভেল, গিয়াসউদ্দিন আশিক, ইমরান হোসেন, আবুল বাশার (৫ম ব্যাচ), মঈনুল ইসলাম, এমাজুদ্দিন মুকিম, মেহেদি হাসান সোহাগ ও সাহাবুদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান, রাজিব ঘোষ ও গোলাম রাব্বানী আশিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল বাশার (৭ম ব্যাচ)।
নবনির্বাচিত কমিটির সভাপতি, নূরুল আলম চৌধুরী নোমানসহ সকল নেতৃবৃন্দকে সৌদি আরবের রিয়াদ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি, সৈয়দ জাকির হোসেন ।