অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের লালপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হামদ্-না’ত-গজল,কবিতা আবৃত্তি, জাতীয় পতাকা অংকন ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ইউএনও নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার(ভূমি) শফিকুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী, ওসি আবু ওবায়েদ প্রমূখ বক্তব্য রাখেন। পরে কেক কাটা হয় এবং ওই সব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রসাশন,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্ম দিন পালন করা হয়েছে।