নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সৌদি আরবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি শ্রমিকসহ দুজন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জুবাইল-দাহরান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।
আহত হয়েছেন সাইফুল নামে একজন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’