লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর শিবপুরে ঘুষ গ্রহনের সময় এক সরকারী কর্মকর্তাকে আটক করেছে দুদক। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের বিশেষ টিম শিবপুরের সাধারচর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কৃত নূরুজ্জামান সাধারচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা। এঘটনায় দুদকের সহকারী পরিচালক মোঃ ফজলুল বারী বাদী হয়ে সন্ধায় শিবপুর থানায় মামলা দায়ের করেন।
দুদক সূত্রে জানাযায়, শিবপুরের সাধারচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামান বিভিন্ন কাজের জন্য স্থানীয়দের কাছ থেকে ঘুষ আদায় করতেন। ঘুষ না দিলে কোন কাজ তিনি করতেন না। সাধারচরের কামাল হোসেন নামে এক ব্যাক্তি তার বাড়ির নাম জারীর জন্য ভূমি অফিসে গেলে নূরুজ্জামান তার কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবী করেন। টাকা না দেয়ায় কামাল হোসেনের নাম জারীর ( এস এ /আর এস বিবিধ মোকদ্দমার প্রতিবেদন দাখিলের) ফাইল চাপা দিয়ে রাখেন। কামাল হোসেন বিরক্ত হয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামান এর বিরুদ্ধে দুদক পরিচালকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে ভূক্তভোগী কামাল হোসেন নাম জারীর কাজ সম্পন করার জন্য ভূমি কর্মকর্তার সাথে ১২ হাজার টাকা রফাদফা করেন। এরই ধারাবাহিকতায় কামাল হোসেন ভূমি কর্মকর্তা নূরুজ্জামানকে টাকা দেয়ার সময় দুদক কর্মকর্তারা তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে তাকে আটক করে শিবপুর থানায় হস্তান্তর করেন।
ভুক্তভোগী কামাল হোসেন সাংবাদিকদের জানায়,সাধারচর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামান একজন ঘুষখোর। কোন কাজের জন্য অফিসে গেলেই তাকে টাকা দিতে হবে। টাকা ছাড়া কোন কাজ হয় না। টাকা না দিলে সে ফাইল চাপা দিয়ে রাখে। আমি একা নই। আমার মত অনেকের কাছ থেকে ফাইল আটকে রেখে সে টাকা নিয়েছে।
দুদক এর ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, ভোক্তভোগী কামাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে শিবপুরের সাধারচর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষ আদান-প্রদানের সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মোঃ ফজলুল বারী বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন।