শাকিল মুরাদ, বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার কেজি দরের ১৭ বস্তা (দুই মণ করে) চালসহ ১ জনকে আটক করেছে পুলিশ। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমলতলা পলীøবিদ্যুৎ সেন্টার এলাকা থেকে চাল ও ট্রলি চালক জহুরুল ইসলামকে (৩২) আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিাবার দুপুর ২ টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে একটি ট্রলি নালিতাবাড়ী শহরে আসছিল। এসময় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ও এলাকাবাসীর ট্রলিটির গতিরোধ করেন। ট্রলিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল থাকায় তারা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানসহ পুলিশ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্যগুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ট্রলিতে থাকা চালসহ চালক তন্তর গ্রামের জহুরুল ইসলামকে থানায় পাঠানো হয়। চালক রামচন্দ্রকুড়া ইউনিয়নের ডিলার আবদুল লতিফের দোকান থেকে চাল আনা হয়েছে বলে জানান। ইউএনও, পুলিশ ও খাদ্য কর্মকর্তারা ডিলার আবদুল লতিফের দোকানে গেলে তারা অনিয়মের কোন প্রমাণ পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, আটককৃত চাল ১০টাকা কেজি দরে বিতরণের চাল এটা নিশ্চিত। চালক যে ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দোকানে গিয়ে রেজিস্টার খাতা ও মজুত করা চাল সব কিছু ঠিক পাওয়া গেছে। চালককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।