নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সাধারণ মানুষের মতো বিশ্ব তারকারও এর সাথে যুক্ত নিয়মিত। কিন্তু সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে ছিলেন বলিউড তারকা কাজল। ফেসবুকে খুব একটা সক্রিয় নন এই তারকা। তার যেসব আপডেট ফেসবুকে পাওয়া যায় তা তার ফ্যানরা চালান। কিন্তু এখন থেকে তাকেই সরাসরি পাওয়া যাবে ফেসবুকে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বামী অজয় দেবগণ। সেখানে তার ছবির প্রচারণাও করে আসেন তারা।
বলিউডের এই তারকা দম্পতি ‘শিবায়’ চলচ্চিত্রের প্রচারণা চালাচ্ছেন আমেরিকায়। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করেছেন অজয়। নিউইয়র্ক, শিকাগো আর ডালাস শহরেও ঘুরেছেন তারা। সবশেষে গিয়েছিলেন সানফ্রান্সিসকোতে।
ফেসবুক কার্যালয়ে সেখানকার ক্যাম্পাসের প্রশংসা করেন কাজল। অজয় প্রযোজিত গ্রামীণ নারীদের গল্প নিয়ে নির্মিত ‘পার্চেড’ ছবি নিয়েও কথা বলেন তিনি। শুক্রবার এটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
কাজলের ফ্যান ক্লাবগুলো তার পক্ষে সবশেষ খবর ও নতুন নতুন ছবি পোস্ট করার জন্য সক্রিয় থাকে। তবে এখন থেকে ৪২ বছর বয়সী অভিনেত্রীর কাছ থেকেই সরাসরি তথ্য পাওয়া যাবে। কাজল এই প্রসঙ্গে বলেন, ‘কাজের বাইরে আমি যতটুকু সময় পাই সেটুকু আমার পরিবারকে দিই। এর বাইরে আমি কোনোকিছুই করি না। তবে এবার মনে হলো প্রচারণার জন্য ফেসবুক ভালো ও সহজ একটি মাধ্যম। সেই ভাবনা থেকেই যুক্ত হলাম। এখন থেকে আমার আপডেটগুলো আমি নিজেই ফেসবুকে পোস্ট করবো।’