নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: মৃত ঘোষণার ছয় ঘন্টা পর কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই আশ্রয় নিল। রোববার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।
নবজাতকের চাচা শামীমুল হক তালুকদারের কাছ থেকে গালিবার মৃত্যুর খবর জানা গেছে, স্কয়ার হাসপাতালের চিকিৎসক আবতাব ইউসুফও খবরটির সত্যতা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে। উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়েছিল।