নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম : দুনিয়ায় কত আজব ঘটনা ঘটে। তার কথা কয়জনের মনে রাখতে পারে। ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মাথায় খেয়াল চাপলো তিনি দুনিয়ার সবচেয়ে ঝাল মরিচ খেয়ে রেকর্ড বুকে নাম লেখাবেন। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। যদি নিত তবে তার পরিণাম কি হতো হয়ত তিনি জানতেন। তারপর হয়ত ভাবতেন, এমন উদ্যোগ তিনি নেবেন কিনা।
ভুত জোলাকিয়া মরিচ খাবার ইচ্ছা হল তার। বার্গার দিয়ে ভুত জোলাকিয়া যেই খেয়েছেন, ওমনি শুরু হয়ে গেল মরিচের প্রতিক্রিয়া। মরিচের ঝাল এত ছিল যে ব্যক্তির খাদ্যনালী আড়াই সেন্টিমিটার ফুটো হয়ে গেছে। দরকার পড়ে অস্ত্রোপচারের। চিকিৎসার পর এখন সুস্থ সে। আর কোনো দিন এই মরিচ খাবেন না বলে তিনি জানান। ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে। সেখানকার স্থানীয় পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টে এই খবরটি বের হয়।