চাটখিল (নোয়াখালী),বর্তমানকণ্ঠ ডটকম: নোয়াখালী জেলার চাটখিলে সাধুরখিল এ. আই দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের প্রেরণামূলক সমাবেশ ও কম্পিউটার ল্যাব উদ্ভোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইয়র্ক গ্র“পের সত্তাধিকারী মোঃ সেলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ, চাটখিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলু, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ মানিক, মাদ্রাসার তত্ত্বাবধায়ক শফি উল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তিনটি কম্পিউটার প্রদান করেন।