রনজিৎ বর্মন ,বর্তমানকণ্ঠ ডটকম: সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত ক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার মন্ডল, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসার কেন্দ্র সচিব মাওঃ ইসমাইল হোসেন,নওয়াবেঁকী বিড়ালক্ষি কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার কেন্দ্র সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ। সভায় জানা যায় উপজেলায় এবার জেএসসি পরীক্ষার্থী ৩৩৩১ জন ও জেডিসি পরীক্ষার্থী ১৬০৭ জন।