জোহরুল ইসলাম,বর্তমানকণ্ঠ ডটকম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে একটি র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা ও হাতধোয়া প্রশিক্ষণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রওশন আলী মিয়া, কৃষি কর্মকর্তা সত্যেণ কুমার ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কাইউম আলী সহ প্রমুখ।।