
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : সৌদি আরবের আল কাছিমে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৪৪)। রবিবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোস্তাফিজুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের পশ্চিম চাঁন্দিশকরা গ্রামের মৃত মোকছেদুর রহমান পাটোয়ারীর পুত্র।মোস্তাফিজের স্ত্রী এবং দুটি কন্যা সন্তান আছে।
জানা যায়, ২১ অক্টোবর শুক্রবার রাত ৯টায় সৌদি আরবের কাছিম থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট কার মুস্তাফিজকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় আল কাছিম মালিক ফয়সাল হাসপাতালে ভর্তি করলে রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। নিহতের লাশ মালিক ফয়সাল হাসপাতালের হিমাঘারে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র সড়ক দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাছাড়া নিহতের চাচাতো ভাই সুমন পাটোয়ারী জানান, আমরা সকালে মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।