নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ফরিদপুরে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে শহরের উত্তর আলীপুর এলাকার প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল বাসার (৬০)। তিনি কৃষিকাজ করতেন। পাশাপাশি ঝাঁড়ফুক করে জ্বিন ছাড়ানোর কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার।
কোতয়ালী থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।