চাঁপাইনবাবগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সোমবার দুুপুরে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগাজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহীন কাদেরের মা রোকেয়া বেগম ও শাকিল আহমেদ নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে ওই অস্ত্র ব্যবসায়ীদের নজরদারিতে রাখে পুলিশ। গত রবিবার রাতে ২৯টি ছাগলের সঙ্গে এ অস্ত্রের চালানটি জেলার বাইরে যাবার পথে পুলিশের গতিবিধি টের পেয়ে তারা ফেরত আসে। পরে শংকরবাটি এলাকার ওই বাড়িতে ছাগলসহ এসব অস্ত্র মজুদ করে অস্ত্র ব্যবসায়ীরা। সোমবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং তালা ভেঙ্গে ঘরগুলোতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, দেশব্যাপী নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে অবৈধ পথে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে অস্ত্র আনার কাজটি করে। অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত হোতাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।