নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে শহরের বাইপাস এলাকার শহীদ নজির উদ্দিন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে ৩ টি মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী বাস টার্মিনালের যাচ্ছিল। সে সময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগনাল দেয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩ টি বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পুলিশও এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ৭-৮ মিনিট গোলাগুলি হয়। এরপর তারা ২টি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক তাদের মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, ২ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২টি চাপাতি, একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ কনস্টেবল নাসিম, আলমগীর ও বুলবুল আহত হয়েছেন।তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।