নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় কুমিরা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের নিচে ধাক্কা দিলে ওই ট্রাকের ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাকের ড্রাইভার সবুজ (৩০) ও হেল্পার মামুন (৩৫)। তাদের দুইজনের বাড়ি বরগুনা জেলায়।
আগ্রবাদ ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।