নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আগামীকাল মঙ্গলবার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৮৪ সালের ২৭ শে সেপ্টেম্বর তৎকালীন সরকারের পতন ও গণতন্ত্র প্র্রতিষ্ঠার জন্য সারা দেশে ২২ দল আহুত হরতালের আহ্বান করে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গণতন্ত্র প্র্রতিষ্ঠার সংগ্রামের এ মিছিলে শহীদ ময়েজউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তৎকালীন সরকারের লেলিয়ে দেয়া কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি শাহাদাৎ বরণ করেন।
মঙ্গলবার ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ থানা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার সকাল নয়টায় বনানী গোরস্থানে শহীদের কবরে শ্রদ্বাঞ্জলি প্রদান ও আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসে মিলাদ ও দোয়া, বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজ উদ্দীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান। দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন ফেরি ঘাটে দোয়া এবং মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। দুপুর একটায় মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ। বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলার জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শহীদ ময়েজউদ্দিন আহমেদ ১৯৩০ সালে ১৭ মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম ছুরত আলী ও মাতার নাম শহরবানু। ময়েজউদ্দিন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকা পালন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয় সম্মান “স্বাদীনতা পদক”এ ভূষিত করেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা।