স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: রবিবার থেকে শুরু হয়েছে জাতীয় লিগের ১৮তম আসর। লংগার ভার্সনের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে গতকালই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যদিও আক্ষরিক অর্থে খেলায় ফেরা বলতে যা বোঝায়, তা হয়নি। এখনও ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন তিনি। ঢাকা মেট্টোর একাদশে থাকলেও টিম অফিসিয়ালরা তাকে গতকাল চার নম্বর পজিশনেও মাঠে নামায়নি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আশরাফুলের ক্রিকেটে ফেরার ম্যাচটি বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে সাড়ে তিন ঘন্টা পর শুরু হয়। প্রথম দিনে দুই উইকেট হারিয়ে ১৫ ওভারে ৪৭ রান সংগ্রহ করে ঢাকা মেট্টো। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্টো।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালকে টেনে নিচ্ছেন শাহরিয়ার নাফিস। তার অপরাজিত ৭৬ এবং ফজলে মাহমুদের ৮২ রানে ভর করে প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ। স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে সকালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বরিশাল। মাত্র চার রান করে সাজঘরে ফেরেন নূরুজ্জামান। দ্বিতীয় উইকেটে ফজলে মাহমুদের সাথে ১৪৬ রানের জুটি গড়েন নাফিস। দিনশেষে শূন্য রানে অপরাজিত আছেন আল-আমিন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে প্রথম দিনে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে রাজশাহী বিভাগ। ৩০ ও ২৬ রান নিয়ে অপরাজিত আছেন ফরহাদ হোসেন ও জুনায়েদ সিদ্দিকী। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে রাজশাহী। দুপুর ১২.২৩ মিনিটে বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে রংপুরের বিপক্ষে ইয়াসির আলীর ৯০ রানে ভর করে পাঁচ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম বিভাগ। সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। চতুর্থ উইকেটে তাসামুল হকের সাথে ১২৪ রানের জুটি গড়েন ইয়াসির। ৫২ রান করে রান আউটের ফাঁদে পরেন তাসামুল। ১২ চার এবং দুই ছক্কায় ৯০ রান করে মাহমুদুল হাসানের শিকারে পরিণত হন ইয়াসির। এর আগে ৪৬ ও ৪৩ রান করে করেন অধিনায়ক মুমিনুল হক ও নাজিমুদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ৪৭/২ (সাদমান ইসলাম ১৮*)।
বরিশাল-খুলনা
বরিশাল বিভাগ প্রথম ইনিংস: ১৬৫/৩ (ফজলে মাহমুদ ৮২, নাফিস ৭৬*)।
রাজশাহী সিলেট
রাজশাহী বিভাগ প্রথম ইনিংস: ৯৪/২ (ফরহাদ হোসেন ৩০*, জুনায়েদ ২৬)।
চট্টগ্রাম-রংপুর
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ২৯৪/৫ (ইয়াসির আলী ৯০, তাসামুল ৫২; আলাউদ্দিন বাবু ২/৪৯)