রায়হান সরকার রবিন,বর্তমানকণ্ঠ ডটকম: আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের উদ্যোগে এক দিনের প্রশিক্ষন কর্মশালা ও প্রতিবন্ধিদের মাঝে একটি করে অত্যাধুনিক সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন কর্মশালা ও সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাংগাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম আহমেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, কর্মশালার প্রধান প্রশিক্ষক মোঃ জাকির হোসেন পারভেজ স্বেচ্ছাসেবী সংগঠন আপাসান ইন্টারন্যাশনালের পরিচালক শাহ আল মাসুদ রানা,মির্জাপুর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল,মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। পরে প্রতিবন্ধিদের মাঝে অতিথিবৃন্দ সেলাই মেশিন তুলে দেন।