ক্রীড়া প্রকাশ,বর্তমানকণ্ঠ ডটকম: বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের প্রাক্তন অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির জীবন্ত কিংবদন্তি পেলে ও ফ্রেঞ্চ বেকেনবাওয়ার।
ব্রাজিলের রক্ষণভাগে অন্যতম খ্যাতিমান ডিফেন্ডার ছিলেন আলেবার্তো। মেক্সিকো সিটিতে ১৯৭০ বিশ্বকাপে ইতালির বিপক্ষে তার করা অসাধারণ গোলটি বিশেষভাবে স্মরনীয় হয়ে আছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রাজিলের স্থানীয় সময় বুধবার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
কিংবদন্তি এ ফুটবলারের মৃত্যতে শোক প্রকাশ করেছেন তিন বারের বিশ্বকাপ জয়ী সেলেসাও ফুটবলার পেলে। এক সময় তার সঙ্গে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে খেলেছেন পেলে।
প্রিয় সতীর্থের মৃত্যতে শোক জানিয়ে এক টুইট বার্তায় পেলে বলেন, ‘আমার বন্ধু ও ভাইয়ের সমতুল্য আলবার্তোর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। প্রিয় ঈশ্বর ৭০ এর এ অধিনায়ককে তুমি শান্তিতে রেখ।’
টুইটে পোস্টে আলবার্তোর সঙ্গে খেলা একটি ছবি পোস্ট করেছেন পেলে।
অপর এক টুইট বার্তায় কিংবদন্তি বেকেনবাওয়ার জানান, ‘তার মত্যৃ আমাকে ভীষণভাবে শোকাহত করেছে। কার্লোস আলবার্তো আমার কাছে ভাইয়ের মতোই। সে আমার খুব ভালো বন্ধুও ছিল।’
আলবার্তো ব্রাজিলের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও করেছেন ৮টি গোল। তার মধ্যে একটি গোল ছিল ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে। ওই গোলটিকে বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে ধরা হয়।
১৯৬২ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি ফ্লুমিনেন্স, সান্তোস, ফ্লামেঙ্গো ও নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছেন। এরপর ফুটবল সংগঠক হিসেবে দায়িত্ব নেন তিনি। শেষ বয়সে তিনি ব্রাজিলের একটি স্পোর্টস টিভিতে উপস্থাপক ও ধারাভাষ্যকর হিসেবে কাজ করছিলেন। ব্রাজিলকে ৫৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন কার্লোস আলবার্তো তোরেস।